• পরীক্ষামূলক সম্প্রচার
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
  • ||
  • আর্কাইভ

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের রোভারমেট নাজমুল হাসান ৩য় আন্তর্জাতিক পীস ক্যাম্পে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন

প্রকাশ:  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এয়ার রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ নাজমুল হাসান ৩য় আন্তর্জাতিক পীস ক্যাম্পে যোগ দিতে গত ৫ ফেব্রুয়ারি সৌদি আরব গমন করেছেন। রিয়াদের আলমালাজ শহরে সৌদি অ্যারাবিয়ান স্কাউটস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে ৬ থেকে ১৪ ফেব্রুয়ারি ৩য় আন্তর্জাতিক পীস ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্যাম্পে বিশে^র বিভিন্ন দেশের রোভার স্কাউটরা অংশগ্রহণ করবে। ক্যাম্পকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বিশে^র বিভিন্ন প্রান্ত থেকে আগত রোভারদের জন্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃৃতির আদান-প্রদানের সুযোগ রাখা হয়েছে এবং এর মাধ্যমে রোভাররা বিশে^ শান্তির দূত হিসেবে কাজ করার উৎসাহ ও অনুপ্রেরণা পাবে। ক্যাম্প প্রোগ্রাম অনুযায়ী রোভাররা ইয়ুথ ফোরাম ও ইয়ুথ পার্লামেন্ট, ওয়ার্ল্ড ফ্রেন্ডশীপ প্রোগ্রাম, ফুড ফেস্টিভ্যাল সহ মেসেঞ্জার অব পীসের বিভিন্ন কর্মকা-ে অংশগ্রহণ করবে। সে সাথে সৌদি আরবের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও ট্যুরিজমের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবে।
    সৌদি অ্যারাবিয়ান স্কাউটস্ অ্যাসোসিয়েশনের অর্থায়নে নাজমুল হাসান ৩য় আন্তর্জাতিক পীস ক্যাম্পে বাংলাদেশ স্কাউটসের একমাত্র রোভার স্কাউট হিসেবে প্রতিনিধিত্ব করবেন। নাজমুল হাসান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং এয়ার রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বাধিক পঠিত